Wellcome to National Portal
বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩১st মার্চ ২০২৩

প্রশাসন

পরিচালনা পদ্ধতিঃ

কর্পোরেশন পরিচালনার জন্য সরকারের অতিরিক্ত সচিব পদ মর্যাদার একজন চেয়ারম্যান ও যুগম ন্ডসচিব পদ মর্যাদার তিনজন পরিচালক সমনবয়ে গঠিত একটি বোর্ড রয়েছে। চেয়ারম্যান পদাধিকার বলে বোর্ডের সভাপতি হিসেবে দায়িতব পালন করেন।

জনবলঃ

কর্মকর্তা = ১১৬জন (১ম শ্রেণী=১১৪ জন, ২য় শ্রেণী = ২জন)
কর্মচারী = ৪৩৬ জন (৩য় শ্রেণী =২২৩জন, ৪র্থ শ্রেণী = ২১৩জন)
শ্রমিক = (ক) নিয়মিত = ১৪৫১জন (খ) অনিয়মিত = ১৬০৩জন, মোট = ৩০৫৪ জন
বিঃ দ্রঃ অনিয়মিত তথা পিছ রেইট / দৈনিক ভিত্তিক শ্রমিকের সংখ্যা প্রয়োজন অনুযায়ী প্রতি মাসে কম /বেশী হয়ে থাকে।