সর্ব-শেষ হাল-নাগাদ: ৮ ডিসেম্বর ২০১৫
মিশন ও ভিশন
ভিশন :
রাবার কাঠ ও কাঠ শিল্পকে টেকসই ও উন্নত করা |
মিশন :
গবেশনা ও উন্নয়ন, কার্যকর প্রযুক্তির ব্যবহার, দক্ষতা অর্জন ও মানসম্মত সেবার মাধ্যমে রাবার ও কাঠ শিল্পকে টেকসই করা এবং বিএফআইডিসিকে একটি প্রতিযোগিতামূলক কর্পোরেট প্রতিষ্ঠানে উন্নীত করা |
উদ্দেশ্য :
- বনবিভাগ ও বিএফআইডিসি’র বাগান হতে কাঠ ও জীবনচক্র হারানো রাবার কাঠ আহরণ;
- বনবিভাগ হতে প্রাপ্ত জমিতে বাণিজ্যিকভাবে রাবার চাষ, উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বিপনন;
- বনজিসম্পদের বাণিজ্যিক ও সর্বোচ্চ ব্যবহারকল্পে শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা;
- আহরিত কাঠ চিড়াই, ট্রিটমেন ও সিজনিং এর মাধ্যমে গুণগতমান ও স্থায়িত্ব বৃদ্ধি;
- বাণিজ্যিকভাবে আধুনিক আসবাবপত্র/ কাঠসামগ্রী তৈরী ও সরবরাহ;
- পাহাড়ী ও প্রত্যন্ত গ্রামীণ জনপদে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি |
লক্ষ্যসমূহ :
- শিল্প কারখানা স্থাপনের মাধ্যমে বনজ সম্পদের সর্বোচ্চ ব্যবহার;
- অপেক্ষাকৃত কম উর্বর ক্ষয়প্রাপ্ত পাহাড়, টিলা, উঁচুভূমিতে সফল, টেকসিই ও বাণিজ্যিকভাবে লাভজনক রাবার বাগান সৃজন এবং মাটির ক্ষয়রোধ;
- প্রত্যন্ত জনপদে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে দারিদ্রবিমোচন ও জীবন যাত্রার মানোন্নয়ন;
- কার্বন শোষণের মাধ্যমে বৈশ্বিক উষ্ঞতা হ্রাস;
- প্রাকৃতিক কাঁচা রাবার উৎপাদন ও বিপনের মাধ্যমে বৈদেশিক মুদ্রার সাশ্রয় |