Wellcome to National Portal
বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৬ ফেব্রুয়ারি ২০২২

মাননীয় মন্ত্রী

মোঃ শাহাব উদ্দিন এম.পি

মাননীয় মন্ত্রী

 

পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী জনাব মো. শাহাব উদ্দিন বাংলাদেশ জাতীয় সংসদের আসন নং ২৩৫  (মৌলভীবাজার-১) থেকে নির্বাচিত সংসদ সদস্য। তিনি এ পর্যন্ত চারবার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছেন। গত ৭ জানুয়ারি ২০১৯ তারিখে তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন  মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।

 

তিনি ১৯৫৪ সালের ৩১ ডিসেম্বর মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় পাখিয়ালা গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম জনাব মো. আবদুর রহীম, মাতার নাম আনোয়ারা বেগম। তিনি ১৯৭৫ সালে সিলেট এম.সি কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। 

 

মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করার আগে তিনি দশম জাতীয় সংসদের (২০১৪-২০১৮) হুইপ হিসেবে দায়িত্ব পালন করেন। উক্ত সংসদে তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, জাতীয় সংসদের বিশেষ অধিকার কমিটির সদস্য, বাংলাদেশ এ্যাসোসিয়েশন্স অব পার্লামেন্টারিয়ান অন পপুলেশন এ্যান্ড ডেভলপমেন্ট (বিএপিপিডি)-এর সদস্য, নিরাপদ মাতৃত্ব ও মাতৃস্বাস্থ্যের উন্নয়ন বিষয়ক সাব-কমিটির সদস্য, বাংলাদেশ গ্রিস পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রূপ  এর চেয়ারম্যান এবং বাংলাদেশ ইরান পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ এর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

 

তিনি নবম জাতীয় সংসদে (২০০৮-২০১৩) ভূমি মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন। 

 

তিনি সপ্তম জাতীয় সংসদে (১৯৯৬-২০০১) ডাক, তার ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন।

 

তিনি নিজেকে সামাজিক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত রাখেন সবসময়। বাগান করা তাঁর প্রিয় শখ। ব্যক্তিগত জীবনে তিনি দুই পুত্র ও দুই কন্যা সন্তানের জনক। তাঁর সহধর্মিনীর নাম বেগম শিরিন আক্তার। 

 

তিনি সরকারি কাজে বিভিন্ন সময়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমীরাত, কুয়েত, কাতার, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ওমান, স্পেন, পানামা, ইতালি, সুইজারল্যান্ড, কানাডা, ফ্রান্স, ভিয়েতনাম, তুরস্ক ও মরিশাস ভ্রমণ করেছেন।